শুক্রবার, ১১ Jul ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সি-বিচ এলাকা থেকে নিজাম উদ্দিন (১৮) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
অদ্য ২৪শে জুন বৃহস্পতিবার দুপুর একটার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত নিজাম কুয়াকাটা পৌর শহরের পাঞ্জুপাড়া গ্রামের জয়নাল খানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, করোনার কারনে কিছুদিন আগে নিজাম ঢাকা থেকে বাড়িতে আসে। দুপুরের দিকে সে সৈকতে গোসল করতে নামে। সাতাঁর না জানার কারনে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন পুলিশ।
এবিষয় মহিপুর থানার ওসি তদন্ত মাফুজুর রহমান জানান, মৃত নিজামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।