বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বাবুগঞ্জের ৬ নং মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা ২য় বার মহিলা মেম্বার নির্বাচিত হলেন ফাতেমা আক্তার লিপি। বাবুগঞ্জ উপজেলার ৬নং মাধবপাশা ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে কলম মার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মহিলা মেম্বার হিসেবে।উল্লেখ্য তিনটি ওয়ার্ডেই তিনি ১ম স্হান অর্জন করেন। তার এই বিজয়ে এলাকায় খুশির আমেজ চলছে। জয়ের ব্যাপারে ফাতেমা আক্তার লিপি বলেন, অত্র এলাকার জনগন আমাকে বিশ্বাস করে ২য় বারের মত তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ।নির্বাচনে আমার দেয়া প্রতিশ্রুতি আমি অক্ষরে অক্ষরে পালনের যথাসাধ্য চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন।