সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : মুলাদী উপজেলার টুমচর এলাকার ইউপি নির্বাচনে মেম্বর নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় হত্যার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে চার্জশীট দাখিল করেছে পুলিশ। আজ ( ৯ জানুয়ারী) বুধবার মুলাদী থানার ওসি তদন্ত সাঈদ আহমেদ এ চার্জশীট দাখিল করেন। চার্জশীটে এজাহার ভুক্ত একই এলাকার ইসমাঈল সরদার, আব্বাস সরদার, আল আমিন হাওলাদার, সুলতান সরদার, রুবেল সাহা,বাবুল সরদার, তৌহিদুল সরদার, লোকমান সরদার, জামাল হাওলাদার, শাহিন হাওলাদার, মোহাম্মদ সরদার, লিটন বেপারী,সোহেল বালি ও ইউসুফ সরদারকে অভিযুক্ত করা হয়। তদন্ত কর্মকর্তা চার্জশীটে বলেন, এদের বিরুদ্ধে গতবছর ৩ জানুয়ারী মুলাদী থানায় মামলা দায়ের করেন মৃত আকবর হাওলাদারের ছেলে দিদার হাওলাদার। অভিযোগে তিনি বলেন, অভিযুক্তদের সাথে তাদের জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। বাদীর পরিবার ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী আলমগীর হাওলাদারের পক্ষ করায় অভিযুক্তরা মোশাররফ হাওলাদারের পক্ষ হয়ে তাদের ক্ষতি করতে মরিয়া হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ২ জানুয়ারী অভিযুক্তরা বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।তাদের ঘর বাড়ি ভাংচুর করে। তার বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তার বাবাকে মৃত্যু বলে ঘোষণা করে। এভাবে মামলা দায়ের হলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমা তৈরির সরঞ্জাম সহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য উদ্ধার করে। এতে বিস্ফোরক আইনে পৃথক এ মামলা দায়ের করা হয়। হত্যা মামলার তদন্ত চলমান থাকায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার তদন্তে অভিযুক্তদের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়ে এ চার্জশীট দাখিল করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম চার্জশীট নথিভুক্ত করার আদেশ দেন বলে আদালত সূত্র জানায়।