বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
পটুয়খালী প্রতিনিধি।। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দরে আগমন করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সড়ক পথে তিনি পায়রস সমুদ্র বন্দর এসে পৌঁছেন। এ সময় তার সাথে ছিলেন পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। তাদের আগমন উপলক্ষে পায়রা বন্দর কর্তৃপক্ষ অভ্যর্থনা জানান। এ সময় পায়রা বন্দর কর্তৃক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাাফিজুর রহমান সহ পয়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বন্দর কর্তৃপক্ষের আয়োজনে নৈশ ভোজে অংশগ্রহণ করেন এবং বন্দরের ভিআইপি রেস্ট হাউসে রাত্রি যাপন করবেন। শুক্রবার সকালে সড়ক পথে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।