রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : একাদশ জাতীয় নির্বাচনের আগে পুলিশের দায়ের করা নাশশকতার মামলায় কারাগারে গেলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির ৩৯ নেতাকর্মী। আজ (৯ই জানুয়ারি) বুধবার তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করার আদেশ দেন।
কারাগারে যাওয়া নেতাদের মধ্যে উল্কেèখযোগ্য হলেন- মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সভাপতি জিয়াউদ্দিন সুজন, সাধারন স¤ক্সাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক স¤ক্সাদক কামরুল ইসলাম মোল্কèা, উত্তর জেলা যুবদলের সাধারন স¤ক্সাদক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের সভাপতি সৈয়দ রিয়াজ উদ্দিন শাহিন লিটন, স্টে^চ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান প্রমুখ।
আসামীপক্ষের আইনজীবী নুুরুল হক রাজু জানান, গত ১১ নভেল্ফ^র বিরোধীদল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্বে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেছেন মেহেন্দিগঞ্জের চাঁনপুর ইউনিয়ন স্টে^চ্ছাসেবকলীগের সভাপতি মো. আলতাফ হোসেন। মামলা দায়েরের ১৫ দিন আগে একটি কাল্কপ্পনিক ঘটনার উল্কেèখ করে মামলাটি দায়ের করা হয়। মামলায় উল্কেèখ করা হয়, ২৭ সেপ্টেল্টল্ফ^র গভীর রাতে চাঁনপুর ইউনিয়নের কাশীপুর এলাকায় সড়কের ১ হাজার ইট উপরে ফেলে এবং নবনির্মিত পানি সরবরাহের পাইপ কেটে ফেলে।