বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়ায় অপহরনের ১২ দিন পর অপহৃত ছাত্রী মো.বুশরা জাহান (১৫) কে উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ । বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় । এ ঘটনায় ১৬ জুন রাতে বুশরা জাহানের পিতা বসির আহম্মেদ বাদী হয়ে তিন জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা হলো শান্ত মৃধা, খোকন মৃধা ও সুরাইয়া আক্তার পপি । তবে পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলা বিবরন ও পুলিশ সূত্রে জানা গেছে, খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বুশরাকে ৫ জুন সন্ধ্যা ৭ টার দিকে আসামীদের যোগসাজশে পৌরশহরের নাচনাপাড়া এলাকা থেকে কতিপয় দূর্বত্তরা মোটর সাইকেল যোগে অপহরন করে নেয় । দীর্ঘদিন খোঁজাখুজির পর তাকে না পেয়ে বুধবার ( ১৬ জুন) থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয় । মামলার একদিন পর হলদিবাড়িয়া সড়কে দাড়াঁনো অবস্থায় বুশরা জাহানকে উদ্ধার করা হয় । তার বাড়ি চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে ।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: দাউদুল আলম জানান, অপহৃত ছাত্রী বুশরা জাহানকে হলদিবাড়িয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে । এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।