সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : উচ্চ শিক্ষার জন্য বোটানিক্যাল গার্ডেন প্রয়োজন টেনিস কোটর্ নয় এই শ্লোগান নিয়ে বরিশাল সরকারী ঐতিহ্যবাহী বজ্রমোহন (বিএমকলেজের) ৭০ বছরের বিরল প্রজারিত উদ্ভিদ সংবলিত ঐতিহ্যক্ষাহী বোটানিক্যাল গার্ডেন ধ্বংশ করে টেনিস কোর্ট চাই না। বোটানিক্যাল গার্ডেন রক্ষার দাবীতে প্রতিবাদী অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএম কলেজ শিক্ষার্থীবৃন্দ।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিএম কলেজ ক্যাম্পাস বোটানিক্যাল গার্ডেনের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বিএম কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাগর দাশ আকাশের সভাপতিত্বে কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি শন্তুু মিত্র,ছাত্র ফেডারেশনের নবীন আহমেদ সহ আরো বক্তব্য রাখেন নিলিমা জাহান, শাওন আহমেদ,ইমতিয়াজ,রেবাইল ইসলাম,শাওনুজ জামান ও মিজানুর রহমান।
এসময় ডাঃ মনিষা চত্রবর্তী বলেন বিএম কলেজের শিক্ষার্থীরা টেনিস খেলা জানবে না শিক্ষকদের এমন যুক্তি কোন ভাবেই মেনে নেওয়া যায়না।
শিক্ষার্থীদের শিক্ষার জন্য ঐতিহ্যবাহী বোটানিক্যাল গার্ডেনের প্রয়োজন রয়েছে।
শিক্ষার্থীদের শিক্ষার আমানত ধ্বংশ করে ক্রিড়া নামে বিনোদন করা বন্ধ করার দাবী জানান।
এসময় তারা বলেন আজকের এই কর্মসূচির পর শিক্ষকরা যদি টেনিস কোর্ট বাতিল না করেন তাহলে বৃহস্পতিবার বিএম কলেজ অধ্যক্ষ বরাবর স্বারকলিপি প্রদান করা হবে বলে ডাঃ মনিষা চক্রবর্তী জানান।