কলাপাড়ায় দলিল লেখক আল-মামুনের ইন্তেকাল।।
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার দলিল লিখক(মোক্তার)আল-মামুন মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন)। আল-মামুন উপজেলার নীলগঞ্জ ইউপির হাজিপুর গ্রামের সাবেক অগ্রনী ব্যাংক কর্মকর্তার ছেলে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস সহ জটিল রোগে ভূগছিলেন। হটাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার (১৫ জুন) আসর বাদ কলাপাড়া কেন্দ্রিয় বড় জামে মসজিদে প্রথম জানাজার নামাজ এবং মাগরিব বাদ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর জামে মসজিদ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী এবং আত্নীয় স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কলাপাড়া দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।