বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু।
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.মনির হাওলাদার (১৯) নামের কুয়াকাটা খানাবাদ কলেজের এক শিক্ষার্থী’র মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুন) সকাল ৯ টা দিকে ধুলাসার ইউপির বড়হার পাড়া মুজিব কিল্লায় এ ঘটনা ঘটেছে।
বিদ্যুৎস্পৃষ্টের পর মনির হাওলাদারকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মো.আলমগীর হাওলাদারের ছেলে ও কুয়াকাটা খানাবাদ কলেজের শিক্ষার্থী।
মৃত মনিরের চাচা রুবেল হাওলাদার জানান, কলেজ বন্ধ থাকায় প্রায় সময় রাজমিস্ত্রিদের সাথে কাজ করতো সে। ঘটনার দিন ধুলাসার মুজিব কিল্লায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয় মনির।