শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান বরিশাল কর্তৃক সকাল ৭ টায় ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার সদর উপজেলার বন্দর থানাধীন সাহেবের হাট কীর্তনখোলা নদী থেকে এলাকায় সংলগ্ন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান বরিশাল কন্টিজেন্ট কমান্ডার মাসুম, পিও এর নেতৃত্বে সুপার সনিক-০৩ লঞ্চ তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪৬০ গ্রাম গাদা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত গাঁজা বরিশাল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। অভিযান চলা সময় বরিশাল কন্টিজেন্ট কমান্ডার মাসুম বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি স্টেশান বরিশাল, এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রন রোধে জিরোটলারেন্স নীতি অবলম্বন করে এবং বণ্য প্রানী ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।এর আগেও এমন অভিযান পরিচালনা করে বিপুল মাদক উদ্ধার করেছিল বিসিজি স্টেশান বরিশাল।