শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক সমিতিতে ইংরেজি ডেইলি ট্রাইবুনাল ও দৈনিক অধিকরন পত্রিকার সম্পাদক শিহরন রশিদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সদস্যদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
এ সময় টেলিভিশন সাংবাদিক সমিতি পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন মহানায়ক সম্পাদক শিহরন রশিদকে উপহার হিসাবে প্রদান করা হয়। শুভেচ্ছা বিনিময় শেষে সম্পাদক শিহরন রশিদ উপস্থিত টেলিভিশন সাংবাদিক সমিতির সাংবাদিকদেরকে ডেইলি ট্রাইবুনাল ও দৈনিক অধিকরন পত্রিকার অফিস হোল্ডার, নোটবুক-পেনসহ উপহার দেন।
সংগঠনের সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারন সম্পাদক দুলাল সাহা, সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, যুগ্ম সাধারন সম্পাদক এস এম রেজাউল করিম, ট্রাইবুনাল পত্রিকার নিউজ রুম এসিস্ট্যান্ট সাজ্জাদ হোসেন মাহিদ, স্টাফ রিপোর্টার মসিউর রহমান, ডেইলি ট্রাইবুনাল এর ঝালকাঠি প্রতিনিধি রুহুল আমিন রুবেল ও সাংবাদিক আতাউর রহমান।