বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি, ০৪ জুন ।। পটুয়াখালীতে “বাংলাদেশ নিউট্রিশন এক্টিভিটি” কিশোর-কিশোরীদের সঠিক নেতৃত্ব গঠন, স্বাস্হ্যবিধি, আচরণে উন্নয়ন এবং সঠিক পুষ্টি, পানি ও স্যানিটেশন ব্যবহার সেই সাথে কিশোর-কিশোরী ক্লাব শক্তিশালী করনে শিক্ষকদের ভূমিকা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কিশোর কিশোরীদের সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি(এসডিএ) কার্যালয়ে কিশোর-কিশোরীদের নেতৃত্ব বিকাশ উন্নয়ন প্রকল্পের আয়োজনে তিন দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহমিদ আকাশ, আইনজীবী ও মানবাধিকার কর্মী, খুলনা। রিনা রানী, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, পটুয়াখালী। কামরুন্নাহার ডানা, কমিউনিকেশন এ্যাসোসিয়েট, ইনোভিশন, ঢাকা। মিলটন মন্ডল, রিজিওনাল ফিল্ড অফিসার, পটুয়াখালী। জেমি আক্তার, রিজিওনাল ফিল্ড অফিসার, পটুয়াখালী। উল্লেখ্য পটুয়াখালী জেলার সাতটি বিদ্যালয়ের একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা মিলে ১৪ জন শিক্ষক নিয়ে ২ জুন থেকে ৪ জুন পর্যন্ত তিনদিন ব্যাপী এ মৌলিক প্রশিক্ষণ শুরু হয়।
মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.নাসির উদ্দিন আজকের পত্রিকাকে জানান, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি, নেতৃত্ব গঠন, আচরণ উন্নয়ন এবং কিশোর কিশোরী ক্লাব গঠন সম্পর্কিত জ্ঞান অর্জন হয়েছে। যা বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োগ করে ভূমিকা পালন করতে পারবো।