শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
নগরীর নদী বন্দর এলাকায় স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো-কুমিল্লা জেলার জাহানারা বেগম (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ায় বিলকিস আক্তার (৩৫)। বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, নৌ-বন্দর এলাকায় ছিনতাইয়ের শিকার উজিরপুর উপজেলার এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সকাল দশটার দিকে টহলরত পুলিশ ওই দুই নারীকে আটক করে। তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। সঠিক তথ্য উদ্ঘাটন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।