শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিনয়কাঠী ব্লাড ডোনার্স ফাউন্ডেশন (BBDF) এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়। ৩১ শে মে সোমবার ২নং বিনয়কাঠী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সামাজিক স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বিনয়কাঠী ব্লাড ডোনার্স ফাউন্ডেশন BBDF এর উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করা হয়।
“মানবতার টানে,রক্তের সন্ধানে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম শুরু হয়। সকাল ৯ টা থেকে শুরু করে একনাগাড়ে দুপুর ২ টা পর্যন্ত চলে। উক্ত কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার শামীম,সহ-প্রতিষ্ঠাতা হাসান মাহমুদ,শাওন তালুকদার,সেচ্ছাসেবী খান তারেক,রিদিতা মন্ডল রুপা,ফাহিমা কবির রিয়া,মোঃরাব্বি,রিফাত বিন আমিন,সাব্বির ,পবিত্র হালদার ও নাজমুল সাকিব উজ্জল সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ। এ সময়ে প্রায় দুই শতাধিক মানুষের সম্পূর্ন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে বিনয়কাঠী ব্লাড ডোনার্স ফাউন্ডেশন BBDF এর সদস্যরা। উক্ত কার্যক্রমের সময়ে সকলকে রক্তদানের ব্যাপারে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করার পরামর্শ প্রদান করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার শামীম এর নেতৃত্বে একঝাঁক তারুন্যের হাত ধরে ২০ শে জানুয়ারি ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় উক্ত সংগঠনটি। (BBDF) সম্পূর্নই অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী মূলক সংগঠন।সর্বদা অসহায় মানুষের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।