বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
প্রতিষ্ঠা বার্ষিকীতে সদর উপজেলা যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প বঙ্গোগসাগরে ঘূর্নিঝড় মোন্থা,পায়রা বন্দরে ০২ নম্বর হুশিয়ারী সংকেত মহিপুরে রাখাইন শিশুদের অংশগ্রহণে বাতিঘর’র বৃক্ষ রোপণ বাউফলে বিএনপি নেতা তসলিম তালুকদারের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ গণ ধর্ষণের ঘটনায় ৪ জনের ফাঁসির আদেশ ময়নাতদন্ত রিপোর্টে আঘাতের চিহ্ন না থাকলেও আদালতে হত্যা মামলায় চার্জশিট গলাচিপায় ৬ পরিবার ভিটে বাড়ি ছাড়া নগরীতে প্রবাসী স্ত্রীর জমি দখলে প্রতিপক্ষ মরিয়া বসতঘর ভাঙচুর ও লুটের অভিযোগে মামলা বাংলাদেশ বানীর শ্রেষ্ঠ প্রতিনিধি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যান সমিতির পরিচিতি সভা হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অপসারনের দাবিতে পর্যটন ব্যবসায়ীদের মানববন্ধন নারায়নগঞ্জের আলোচিত হ/ত্যা মামলর আসামি ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পটুয়াখালী র‌্যাব-৮ মহিপুরে বরফ কলের বিপজ্জনক অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অসুস্থ ২০ নানা আয়োজনে কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত
বরিশাল জেলায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে ক্ষয়ক্ষতির সর্বশেষ বিবরণ

বরিশাল জেলায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে ক্ষয়ক্ষতির সর্বশেষ বিবরণ

Sharing is caring!

বরিশাল জেলার ১০ টি উপজেলায় ৩১৬ টি আশ্রয়কেন্দ্র ৭৫৫ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রতি উপজেলায় উপজেলার প্রশাসনের তত্ত্বাবধানে ‘নিয়ন্ত্রণ কক্ষ’ স্থাপন করা হয়েছে। আশ্রয়কেন্দ্রের জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

তাছাড়া পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত রাখা হয়েছে। উপজেলাসমূহে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে। মেহেন্দিগঞ্জ: উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। ভাটার সাথে সাথে পানি কমতে শুরু করেছে। শ্রীপুর ইউনিয়নের বহেরাচরে আশ্রয়ন প্রকল্পের ১ম পর্যায় নির্মিত ৫টি ঘর জোয়ারের পানির চাপে ক্ষতিগ্রস্ত গেছে। ঘূর্ণিঝড় এর পানিতে জয়নগর, দড়িচর-খাজুরিয়া, বিদ্যানন্দপুর ইউনিয়নের বিভিন্ন বাঁধ, রাস্তা ও ব্রীজ-কালভার্ট ক্ষয়ক্ষতি হয়েছে।

উলানিয়ার কালিগঞ্জ ঘাটের পল্টুনের দুটো শিকল ছিঁড়ে গেছে। বিআইডব্লিউটিএ-কে অবহিত করা হয়েছে। দড়িচরখাজুরিয়া ইউনিয়নের ৮নং ওর্য়াডের সিকদার হাটে অবস্থিত কমিউনিটি ক্লিনিকটি নদী ভাঙ্গনের মুখে। মাছের ঘের, ইরি ধান ও পানের বরজ জোয়ারে প্লাবিত হয়েছে। মুলাদী: ভাটার সাথে সাথে প্লাবন কমছে। উপজেলার কাজীরচর এলাকায় একটি রাস্তা ভেঙ্গেছে। হিজলা: ভাটার সাথে সাথে জোয়ারের পানি কমেছে। হিজলা বাঁধের ৩০০ মিটার বাঁধ ধ্বসে গিয়েছে।

তাছাড়াও গুয়াবাড়িয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন এর এইচবিবি রাস্তার ক্ষতি হয়েছে। বাকেরগঞ্জ: বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়ন এর বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাঁধ মেরামত করা হয়েছে।অন্যান্য ইউনিয়ন এ জোয়ারের পানি প্রবেশ করেছে। বরিশাল সদর: উপজেলার চরবাড়িয়া, শায়েস্তাবাদ, চন্দ্রমোহন ও চরমোনাই ইউনিয়নে জোয়ারের প্রভাবে প্রায় ১০০০ পরিবার পানিবন্দী হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে মাছের ঘের প্লাবিত হয়েছে। বাবুগঞ্জ: বাবুগঞ্জ উপজেলার নদী তীরবর্তী এলাকা জোয়ারে প্লাবিত হয়েছিল।

ভাটায় পানি নেমে যেতে শুরু করেছে। ২৫ মে ২০২১ তারিখে রাত আনুমানিক ১১:০০ মিনিটে ঘূর্ণিঝড়ের প্রভাবে দোয়ারিকা ও শিকারপুর ব্রিজদ্বয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঢাকা-বরিশাল মহাসড়কে একটি গাছ ভেঙ্গে পড়ে। বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এর সহযোগিতায় মহাসড়কের উপর থেকে গাছ অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলার কোথাও নদী ভাঙ্গন কিংবা বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। উজিরপুর: উজিরপুর উপজেলায় ৪/৫ টি ইউনিয়নে জোয়ারের পানি উঠে ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে৷

পৌরসভার তিনটি ওয়ার্ডে জোয়ারের পানি উঠেছে। বাড়ী ঘর ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায় নি। বানারীপাড়া: নদী-খালে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায় নি। গৌরনদী: নদী-খালে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায় নি। আগৈলঝড়া: আগৈলঝাড়া উপজেলায় এখন পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD