বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
বঙ্গসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে বরিশালে থেমে থেমে মাঝারি ধরণের বৃষ্টি হয়েছে৷ দুই দফা বৃষ্টিতে বরিশালে গত ২৪ ঘন্টায় ১১ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (২৪ মে) রাত সাড়ে ৮ থেকে ৯ টা ২৫ মিনিট এবং ৯ টা ৪৮ থেকে ১০ টা ১৫ মিনিট পর্যন্ত এই দুই দফায় ১১ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক মোঃমাসুদ রানা রুবেল জানান, বঙ্গসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে বরিশালে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৭২ ঘন্টার মধ্যে বরিশালে বজ্রসহ ভারি এবং অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।