সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্বে তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থা হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশন ।
আজ বুধবার(১৯ মে) বেলা সাড়ে ১২ টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশন এর আয়োজনে মানবন্ধনটি একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার অশ্বিনী কুমার টাউন হলের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির বরিশাল ক্যামেরা পার্সন আনিছুর রহমান। এসময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের সংগঠনের সাধারন সম্পাদক বাংলাভিশন টেলিভিশনের কামাল হাওলাদার, সহ সভাপতি চ্যানেল আই’র ক্যমেরা পার্সন আরিফুর রহমান, সহ সভাপতি জিটিভি’র ক্যামেরা পার্সন অমল দাস, সহ সাধারন সম্পাদক এটিএন বাংলা’র আলাউদ্দিন, কোষাদক্ষ আরটিভি’র লিটন মোল্লা, দপ্তর সম্পাদক মাইটিভি’র শফিকুর রহমান, ক্রীড়া সম্পাদক একুশে টিভি’র মোঃ শিপন, প্রচার সম্পাদক আনন্দ টিভি’র অপূর্ব বাড়ৈ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহনা টিভির মোঃ সুমন খান,বাংলাদেশ টেলিভিশন বিটিভির ক্যমেরা পার্সন ও নিউজ জি এর বরিশাল ব্যুরো প্রধান এস এল টি তুহিন সহ বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, রোজিনা ইসলামের সাথে যে ঘটনা ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক। দ্রুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবী জানাচ্ছি অন্যথায় সাংবাদিকদের স্বার্থে বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের সহ বিভিন্ন সংগঠন কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে।