বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: অনুসন্ধানী সাংবাদিকতার প্রতিক সাংবাদিক রোজিনা ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রির্পোটার্স ক্লাব এবং প্রথম আলো বন্ধুসভার আয়োজনে মঙ্গলবার বিকাল ০৫ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কলাপাড়ায় কর্মরত সকল সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনকন্ঠ পত্রিকার কলাপড়া উপজেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন মাননু, ইত্তেফাক প্রতিনিধি মহসিন পারভেজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি মোশরেফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মিজানুর রহমান বুলেট, মাই টিভি প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল, আঞ্চলিক পত্রিকা আজকাল’র প্রতিনিধি রাসেল মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু।
এসময় অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি এবং দোষিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন উপস্থিত সাংবাদিকরা।