শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া খেয়াঘাট এলাকায় নদীর উপরের সংযোগ তার ছিড়ে যাওয়ায় উপজেলার পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে বরিশাল নলছিটির প্রধান সংযোগ তার সুগন্ধা নদীর মধ্যে ছিড়ে পড়ে। শুক্রবার সকালে তারটি টাওয়ারের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করলে নদীতে একটি কার্গো জাহাজ আবার তারটি ছিড়ে ফেলে। নলছিটি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী ফিরোজ বলেন, নদীতে লাল নিশান উড়িতে সংকেত দেয়ার পরও কার্গো জাহাজ চালক তারটি মেরামতকালে ছিড়ে ফেলেন। আবারও তারটি মেরামত করে টাওয়ারে সংযুক্তকরণের একটু সময় লেগেছে।
শুক্রবার দিবাগত ভোর রাতে বিদ্যুৎ দিতে সক্ষম হয় কর্তৃপক্ষ। এতে প্রায় ৩৫ ঘন্টা বিদ্যুৎহীন ছিলো নলছিটি উপজেলা সহ আশপাশের এলাকা। নলছিটির সুশীল সমাজের লোকজন জানিয়েছে প্রায় বছরি কোন কোনা কারনেই ওই প্রধান সংযোগ তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পরে নলছিটির পুরো এলাকা। এটার স্থায়ি সমাধান হওয়া দরকার নয়তো যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নদীর উপর থেকে তার না নিয়ে,বিকল্প পদ্ধতিতে নিচ থেকে যদি নেয়ার কোন উপায় থাকে সে পদক্ষেপ নিতে মতামত দিয়েছে অনেকে।