বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ হাজার চিংড়ি রেনু জব্দ করেছে পুলিশ। সোমবার রাত এগারোটার দিকে মহিপুর থানা পুলিশ উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়। তবে এসময় কেউকে আটক করতে পারেনি পুলিশ। জব্দকৃত চিংড়ি রেনু রাতেই খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। এর আগে গত শনিবার আলীপুর বাজারে অভিযান চালিয়ে ৬০ হাজার চিংড়ি রেনু জব্দ করেছিলো মহিপুর থানা পুলিশ।
মহিপুর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। জব্দকৃত চিংড়ি রেনু রাতেই খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়েছে।