শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ৩০নং ওয়ার্ড কাশিপুর গণপাড়ায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সশস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছেন।
এ সময় দোকান-পাট ভাংচুর ও মালামাল, টাকা-পয়সা, স্বণালংকার লুট করে নেওয়া হয়েছে বলে জানা যায় । গত শনিবার বিকেলে নগরীর ৩০নং ওয়ার্ড কাশিপুর গণপাড়ায় এ ঘটনা ঘটে। এলাকার বাসিন্দারা বলেন, ওই এলাকার মুজাম্মেল হাওলাদার ও তার পাশের বাড়ির অয়নদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তা নিয়ে এ ঘটনা ঘটেছে।
আহত অয়ন বলেন, জমি-জমা ভাগাভাগি নিয়ে শনিবার বিকেলে মুজাম্মেল হাং, জাফর হাং, মাহমুদ হাং, খসরু হাং, জামাল খান ও ইমরানসহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আরো ৫ জন আহত হলে তাদেরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।