বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
বরিশালে সরকারি বরাদ্দের ১ হাজার বস্তা চাল পাচারকারি আটক করেছেন পুলিশ।
আজ (শনিবার) দুপুরে ট্রলারযোগে মেহেন্দিগঞ্জ থেকে মুলাদী উপজেলায় চালগুলো নিয়ে যাওয়ার প্রাক্কালে বাবুগঞ্জ পুলিশ আটক করে। এসময় চাল পাচারের সাথে জড়িত কাউকে না পাওয়া গেলেও ট্রলার চালককে আটক করা হয়েছে।
বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, সরকার চালগুলো জনসাধারণের জন্য বরাদ্দ দিলেও মেহেন্দিগঞ্জের জনপ্রতিনিধরা বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দেয়। এবং এই চাল ট্রলারযোগে মুলাদীর এক ব্যবসায়ীর কাছে পাচার করা হচ্ছিল। মাঝনদীতে ট্রলারটি বিকল হয়ে পড়লে আরেকটি ট্রলার এনে সেটিতে তোলার সময় আটক করা হয়। এর সাথে জড়িত কাউকে না পাওয়া গেলেও ট্রলার চালককে আটক করা হয়েছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে।