রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে আগুন নিয়ন্ত্রণে আনার সাহসিকতা দেখিয়ে আনসার সদস্য মো. সুমন ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।
শনিবার (৫ জানুয়ারি) নগরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে তার হাতে পুরস্কার তুলে দেন জেলা কমান্ডার শেখ ফিরোজ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মামুন হাওলাদার, বরিশাল সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আফজাল হোসেন, জেলা কার্যালয়ের মো. রফিকুল ইসলাম প্রমুখ।
গত বছরের ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে অবস্থিত পেট্রোল পাম্প থেকে একটি মোটরসাইকেল তেল নেওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে পাম্পের ফিলিং পাইপ ও মেশিনে আগুন লেগে যায়। পরে স্থানীয় রুপালী ব্যাংক লিমিটেড শাখায় দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য সুমন ব্যাংকের ব্যবস্থাপক মো. কামাল হোসেনকে জানায়। ব্যাংকের নিরপত্তার স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশে ব্যাংকে রক্ষিত অগ্নিনির্বাপক যন্ত্রের সহায়তায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাম্পের আগুন নিয়ন্ত্রণে আনেন সুমন।
আগুন নেভানোর সময় আনসার সদস্য সুমনকে সহযোগিতা করেন রূপালী ব্যাংকের অস্থায়ী গার্ড মো. শাহাদাত হোসেন।