বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম’র শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু , প্রেসক্লাব সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, দপ্তর সম্পাদক মিলন রাজু, রিপোর্টার্স ক্লাব সভাপতি এস,কে রঞ্জন, কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের সদস্য কামাল হোসেন রনি, রাইসুল ইসলাম রাজিব, প্রমুখ।
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের সদস্য কামাল হোসেন রনি বলেন, এই সংগঠন গড়ে তোলার পর থেকে একাধিক অসহায় রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছি। তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব এর কর্ণধার গণমাধ্যমকর্মী মহিবুল্লাহ মুহিব জানান, মহামারি করোনা পরিস্থিতিতে গত রমজানের ধারাবাহিকতায় এই আয়োজন। তিনি আরও বলেন, কর্মহীন গরীব মানুষের কথা চিন্তা করে ক্লাবের সদস্যদের প্রচেষ্টায় অসহায়দের পাশে থাকতে চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক জানান, কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের এই উপলব্ধিকে স্বাগত জানাই। সেই সাথে সমাজের বিত্তবানদের এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার আহবান জানান তিনি।