বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: ভয়াবহ করোনা মোকাবেলায় সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় চলছে সর্বাত্মক লকডাউন। ৯ম দিনে বিভিন্ন অপরাধে ৫ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১.৩০টা থেকে দুপুর ১. ৩০টা পর্যন্ত উপজেলার মহিপুর এবং আলিপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় লকডাউন অমান্য করায় সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২৪/১ধারা লংঘনে ২৪/২ ধারায় ৫টি মামলা দেয়া হয়।
এতে মহিপুর বাজারের কাপড়ের দোকান মালিক মো.আল আমিন(৩১)কে দশ হাজার টাকা এবং সোহাগ(২৫), ইলিয়াস (২৪), পারভেজ (২০) এবং সাগর (২৭) কে চল্লিশ টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সব মিলিয়ে ৫ টি মামলায় মোট দশ হাজার একশত ষাট টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, করোনা পরিস্থিতির ভয়াবহতায় লকডাউন ১ সপ্তাহ বেড়েছে। তাই এ সময় সকলকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন তিনি ।