সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালী সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বরিশালে আন্দোলনরত ছাত্র জনতা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা মহিপুরে অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায়  অপসারণ পটুয়াখালীর মির্জাগঞ্জে সালমার প্রতারনার ফাদেঁ মাজারের হিসাব রক্ষক সোহাগ মল্লিক রিয়াজ হাওলাদারের পরিবারকে আর্থিক সহায়তা এবং দোয়া অনুষ্ঠান পটুয়াখালীতে ‘বাশিস’ জেলা সম্মেলন’র প্রস্তুতি সভা ঐতিহাসিক গণঅভূত্থানের ১’ম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক দলের বিজয় মিছিল বাউফলে টাইফয়েড প্রতিরোধ টিকাদান ২০২৫ প্রস্তুতি সভা অনুষ্ঠিত আত্মগোপনকারী ও বাবার শত্রুর মধ্যেই লুকিয়ে রয়েছে স্কুলছাত্রী মরিয়ম হ/ত্যা/কারী কুয়াকাটা সৈকতে ভেসে এলো ট্রলারসহ নিখোঁজ ১ জেলের মরদেহ সভানেত্রী লিলি, সম্পাদিকা নার্গিস।। কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন ডাকাতিসহ একাধিক মামলার আসামী শহিদ ফকির গ্রেফতার কুয়াকাটায় নারী কৃষকদের দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে গ্রেপ্তার
ভোলার দৌলতখান উপজেলায় প্রবাসী গৃহবধুর উপর অমানবিক নির্যাতন।

ভোলার দৌলতখান উপজেলায় প্রবাসী গৃহবধুর উপর অমানবিক নির্যাতন।

Sharing is caring!

স্টাফ রিপোর্টঃ ভোলার দৌলতখান উপজেলার মধ্য জয়নগর ৬নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী মো. জাকির হোসেনের স্ত্রী আয়শা খাতুন (৩০)কে জমি জামা সংক্রান্ত বিরোধের জের ধরে অমানবিক স্বামীর অসহায়ত্বের সুযোগ ব্যবহার করে নির্যাতন ও মারধরের ঘটনা ঘটে। এদিকে লাঞ্চিত প্রবাসীর গৃহবধু আয়শা খাতুন ঘটনার বর্ননায় অভিযোগ করে বলেন গত ৩১/৩/২১ইং তারিখে স্বামীর পৈতৃক বসত বাড়িতে পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিত ভাবে একই বাড়িতে বসবাস করা তাহার বাসুর মো.আলমগীর পিতা,নুরুল ইসলাম,বাসুরের ছেলে মো. লিমন,ও তার স্ত্রী মুক্তা শান্ত পিতা মৃত আলাউদ্দিন নাজমা পিতা,আলমগীর, নাগর পালোয়ান পিতা,কয়সর পালোয়ান এক জোট বেধে সম্পতির লোভে প্রবাসী গৃহববধু আয়শা খাতুনকে পিটিয়ে গুরুতর আহত করে।পরে আহত অবস্থায় স্থানীরা তাকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রধান করে সদর হাসপাতালে সারজারি ওয়ার্ডে ৫৯ নং বেডে চিকিৎসাধীন রাখা হয়।

আয়শা খাতুনে জানান তাহার স্বামী জীবীকা জন্যে বিগত ৫ বছর ধরে প্রবাসে চাকুরি করছেন। প্রবাসী জাকির হোসেন তার স্ত্রী সহ দুই সন্তানকে আয়শা খাতুনের শ্বশুররের ভিটি ঘরে রেখে যায়। এদিকে স্বামীর অবর্তমানে নানা সময় স্বামীর অবর্তমানে দুইসন্তানকে রেখে যাওয়া সম্পত্তির লোভে আয়শা খাতুনকে উচ্ছেদ করতে বিভিন্ন ধরনের নানামুখী কৌশল আর ষড়যন্ত্র এবং বিগত সময়ে তাহাকে উচ্ছেদ করতে দফায় দফায় শারিরীকভাবে নির্যাতন চালায়।

উক্ত ঘটনাকে কেন্দ্রকরে নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে এবং প্রবাসী স্বামীর সমত্তি সুরক্ষিত রাখতে অভিযুক্ত ৬জনকে আসামি করে আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রবাসী বধু আয়শা খাতুন। যাহার মামলা নং(জি আর -২১) সর্বশেষ ৩১/৩/২১ তারিখে বিকেল চার ঘটিকার কথার কাটাকাটির একফাকে আলমগীর, লিমন,মুক্তা, গান্ত নাগর পালোয়ান প্রবাসী স্ত্রীকে সন্ত্রাসী কায়দায় লাঠিসোটা দিয়ে গুরুতর আহত করে।এসময় তার কানে থাকা ১২ আনা ওজনের দুল যাহার মুল্য প্রায় ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে আহত অবস্থায় রেখে যায়। পরে স্থানীয় আশপাশের বাড়ির লোকজন তাহাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে চিকিৎসক জানান, তাহার মাথায় ও শরীরেরের বিভিন্ন অংশে আঘাতের ফলে ফোলা জখম হয়। তাই তাহেকে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এডমিন রাখা হয়। এদিকে আয়শা খাতুন কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর একজন প্রবাসী গৃহবধুর উপর কয়েক দফায় দফায় অমানবিক নির্যাতনের ঘটনাটি মিডিয়া সাংবাদিক কাছে বিবরণ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD