বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় আজ ৭ এপ্রিল বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও নিশাত ফারাবী। এসময় তারা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম এর পাশাপাশি মাস্ক বিতরণ করেন। এসময় বরিশাল নগরীর লঞ্চ ঘাট, নতুন বাজার, রূপাতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৩০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।