বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধিঃকরোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম ও বিনামূল্যে মাস্ক বিতরন কার্যক্রম শুরু করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ।
সোমবার বিকেলে পটুয়াখালীর নিউমার্কেট, সদররোড, হসপিটাল রোড, জুবলি স্কুল মোড় ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরনসহ সাধারণ মানুষকে সচেতন করেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল হক মুনসেফ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আফিক হাসান ফাহিম, ছাত্রলীগ নেতা,অনিক সমাদ্দার,সাগর চৌধুরী,মিরাজ মর্তুজা সহ আরো অনেকে।
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল হক মুনসেফ বলেন,করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায়, বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশনায় পটুয়াখালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ সহ জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু থেকেই করে আসছি।করোনা ভাইরাস প্রতিরোধে এখন আমাদের সকলের সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। আতংকিত না হয়ে নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতনতা বজায় রাখতে অনুপ্রাণিত করুন৷ তিনি আরো বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউন এর নিয়মবিধি মেনে চলুন৷