বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জে শরীরে পচন ধরা অসুস্থ গরু জবাইয়ের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পীযুষ চন্দ্র দে’র নেতৃত্বে হাজির প্রাণী সম্পদ কর্মকর্তা ও পুলিশের টিম। এ সময় আটক করা হয় অভিযুক্ত কথিত কসাই শহীদুল ইসলাম (৪০)কে এবং রোগাক্রান্ত গরুটি জব্দ করা হয়। আটককৃত কসাইকে মোবাইল কোর্টে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং অসুস্থ গরুটিকে উপজেলা পশু হাসপাতালে পাঠানো হয়।
সুত্র জানায় মেহেন্দিগঞ্জ উপজেলার মহিলা কলেজ সংলগ্ন পশু জবাইখানা থেকে আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে পুলিশের টিম উপস্থিত হয়ে মৃত প্রায় গরুটি জব্দ করেন। এটি জবাই করে আজ বিক্রি করার কথা ছিলো। এই গরুর মাংস মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে । অনেকের ধারনা গোপনে অসুস্থ অনেক গরু জবাই করে স্থানীয় বাজারে বিক্রি করে আসছেন তারা। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গরুটির সারা শরীরে ক্ষত বিক্ষত এবং গরুটি খুবই অসুস্থ ছিল।