শনিবার, ১২ Jul ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক এবং সরকারি কলেজ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবু ইউসুফ রচিত ছোটদের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ “শিশুবন্ধু মুজিব” ও গল্পগ্রন্থ “খোকাই আজ বাঙালি জাতির পিতা” গ্রন্থ দুটি প্রকাশিত হয়েছে।
বই দুটি পাওয়া যাচ্ছে একুশে বই মেলায় শব্দশিল্প ও ইছামতী প্রকাশনীর স্টলে। বই দুটিতে ধর্মীয় শিক্ষা, নিয়মানুবর্তিতা ও স্বাস্থ্য সচেতনতামূলক গল্প এবং কাব্য লেখা হয়েছে। বই দুটি বাংলা একাডেমীর বই মেলায় খুবই জনপ্রিয় হয়েছে এবং পাঠক প্রচুর ক্রয়ে করছে মর্মে জানা যায়।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র দশম শ্রেণির শিক্ষার্থী আফিফা বলেন, শিশুবন্ধু মুজিব বইটি পড়েছি এতে বাংলাদেশের মুক্তি যুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেয়েছি।
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ’র প্রভাষক মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুটি বই আমি পরেছি। বই দুটিতে নুতন প্রজন্মের জন্য শিক্ষনীয় অনেক বিষয় রয়েছে।
লেখক আবু ইউসুফ জানান, বাচ্চাদের ছোট থেকেই মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বেড়ে উঠতে হবে এ বাস্তব উপলব্ধি থেকেই বই দুটির মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, ছোট সময় থেকে বাচ্চাদের বাংলাদেশের প্রকৃত ইতিহাস বাঙালি হিসেবে জাতির পরিচয় জানা অপরিহার্য। তিনি বলেন, বাচ্চাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত না হলে অকালে পড়াশোনা থেকে ঝড়ে পড়তে পারে। সেই সাথে শিক্ষার্থীদের বই দুটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ।