শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’র উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ১লাখ ৫৮ হাজার স্কয়ারফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর মানব লোগোর ব্যতিক্রমী প্রদর্শনী উদ্ধোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আজ ৩ে০) মার্চ বিকালে এই বঙ্গবন্ধুর মানব লোগোর উন্ধোধন করেন। ৯ হাজার ৪শত ৮জন কর্মী নেতাকর্মীর সমন্বয়ে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে ৩০ মার্চ সর্ববৃহৎ মানব লোগো’র প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটি থেকে জানানো হয়েছে ২লাখ স্কয়ার ফিট ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের ১লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গায় বঙ্গবন্ধুর মানব লোগো প্রদর্শনীর জন্য ৯ হাজার, ৪শত ৮ জন কর্মীকে ব্যাবহার করা হয়েছে।
এছাড়া মাঠের চারপাশে প্রস্তুত রাখা হয়েছে ২ হাজার, ৫শত ৯২ জন কর্মীকে। প্রদর্শনী মানব লোগোর প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতঅর জনক বঙ্গবন্ধু চেহারা ফুঠিয়ে তোলা হয়েছে।
প্রতিটি ১৬ বর্গ ফুটের প্রিন্ট করা ৯ হাজার, ৪ শত ৮টি পিভিসি কাটের ফ্রেমে যুক্ত করে প্রদর্শনী’র মাধ্যমে বঙ্গবন্ধুকে মানব লোগোর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়।
এসময় এ মানব লোগো ফুটিয়ে তোলার জন্য ১ হাজার, ৩ শত,৫০ ফিট দৈর্ঘ্য ও ১ হাজার ৮শত ফিট প্রস্থ মানব লোগেতে বঙ্গবন্ধুর চসমার ফ্রেম তৈরী করা হয়েছে।
২ হাজার ৪শত স্কয়ার ফিট জুড়ে বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে।৪৮ফিট মুজিব কোর্ট সহ ১ হাজার ৯শ’২০ স্কয়ার ফিট জায়গা জুড়ে।
অপরদিকে এই প্রদর্শনীতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নাম ও সিটি কর্পোরেশনের শ্লোগান আমরাই গড়ব আগামীর বরিশাল যুক্ত করা হয়েছে।
বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে এই মানব লোগো কর্মসূচি সফল করতে মাসব্যাপি কাজ শেষে আজই আনুষ্ঠিকভাবে উদ্ধোধন করা হয়েছে।
বঙ্গবন্ধু উদ্যনে মানব লোগো এক নজর দেখার জন্য প্রচন্ড গরম ও রৌদ্রের ভিতর বিভিন্ন শ্রেনীর মানুষ মাঠের চারিপাশে ভিড় জমায়।
অনেকে আবার মাঠের চারিপাশে থাকা বড় বড় ভবনের ছাদে অবস্থান নেয়। এসময় এক দিকে মানব লোগো প্রদর্শন অন্যদিকে মুরাদের নিত্য দলের নিত্য পরিবেশনে অনুষ্ঠানকে আরো ঝাক-জোমক করে তোলে।
উল্লেখ্য ইতি পূর্বে ঢাকায় রবির আয়োজনে ১লাখ ৭ হাজার ফিট জায়গা জুড়ে সেনা বাহিনী সহায়তায় মানব লোগো অনুষ্ঠিত হয়েছিল।