মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি: আসন্ন ১১’এপ্রিল ২০২১ই সনের প্রথমধাপের ইউপি নির্বাচনে চার’টি ইউনিয়নের প্রার্থী মনোনয়নের ১৮মার্চ নির্ধারিত শেষ দিন।
গলাচিপা উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে শেষ দিনে ১ নং আমখোলা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামীলীগের মোঃ কামরুজ্জামান মনির, সতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মৃধা, মোঃ জহিরুল হক(সবুজ), মোঃ দেলোয়ার হোসেন, ইসলামী আন্দলোন বাংলাদেশ মোঃ মাহতাব উদ্দীন। এছাড়া সংরক্ষিত ৯ জন সহ সদস্য ৪৪ জন।
২ন গোলাখালী ইউনিয় বাংলাদেশ আওয়ামীলীগে মোঃ নাসির উদ্দিন, সতন্ত্র মোঃ গোলাম গাউস তালুকদার নিপু, মোঃ আলমগীর হোসেন। ইসলামী আন্দলোন বাংলাদেশ মোঃ মোশারেফ হোসেন ও বাংলাদেশ ওয়ার্কস পার্টি মোঃ আবুল বাসার। সংরক্ষিত ১২ জন সহ সদস্য ৪৬ জন।
৫নল রতনদী তাললী ইউনিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ গোলাম মস্তফা, সতন্ত্র মামুন অর রশিদ, মোহ মিজানুর রহমান, ইসলামী আন্দলোন বাংলাদেশ মোঃ আবু ইউসুফ। সংরক্ষিত নারী ৭ জন সহ সদস্য ৩৩ জন।
এবং ৭নং চিকনিকান্দী ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন রিয়াদ, সতন্ত্র প্রার্থী মোঃ আনিছুর রহমান, মোঃ লুৎফর রহমান ও মোঃ খাইরুল বাসার টার্জান। এবং সংরক্ষিত নারী ৭ জন সহ ২৭ জন মেম্বার সহ মোট চারটি ইউনিয়ে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী সহ সংরক্ষিত নারী ২৮ এবং পরুষ সদস্য মোট ১৫০ জন আসন্ন ১১’এপ্রিল ২০২১ইং ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছে বলে গলাচিপা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মোঃ জাহাঙ্গীর আলো নিশ্চিত করেছেন ।
উল্লেখ্য ১৯’মার্চ মনয়ন পত্র বাছাই, ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও আগামী ১১’ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।