সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, কতজন তুললেন জমা দিলেন তারেক রহমান ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী: পার্থ তাসনিম জারার পদত্যাগ নিয়ে মুখ খুললেন আখতার পদত্যাগকারীদের বিষয়ে যা বললেন নাহিদ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা পটুয়াখালী-০৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র দাখিল কলাপাড়া পৌর মহিলা দলের মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত স্ত্রীকে চিকিৎসার জন্য নেওয়ার সময় মাঝ নদীতে প্রাণ হারালেন স্বামী ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপির মনোনয়ন বঞ্চিতরাও সক্রিয় তারেক রহমানের দিকে তাকিয়ে বঞ্চিত প্রার্থীরা জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির নেতাদের চিঠি দেশবাসীকে তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন ৩০০ ফিটের সব বর্জ্য অপসারণ করবে বিএনপি দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
নগরীতে অসামাজিক কাজে রাজী না হওয়ায় তরুনীকে মারধর, মাকে হুমকি…

নগরীতে অসামাজিক কাজে রাজী না হওয়ায় তরুনীকে মারধর, মাকে হুমকি…

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: প্রথমে তরুনীর মা’কে ব্যাংকে চাকুরি দেওয়ার প্রলোভন, পরে মাসে অনেক টাকা আয়ের সূযোগ করে দেওয়ার কথা, সর্ব শেষ অসামাজিক কাজের প্রস্তাব অস্বিকার করায় মা’কে প্রায় সময় অশ্লীল বাক্যে গালাগালি, রাস্তার মাঝে ইভটিজিং।

এতেও কোন কিছু না হওয়ায় মেয়েকে (তরুনীকে) রাস্তার মধ্যে বসে মারধর করার অভিযোগ উঠেছে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৩নং ওয়ার্ড পুরানপাড়া এলাকার নেয়ামত মুন্সির পুত্র মারুফ মুন্সির (৩৫) বিরুদ্বে একটি অনলাইন বিজনেস সেন্টারের মহিলা কর্মচারীকে উত্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে।

যদিও মহিলাকে বিভিন্ন অনৈতিক প্রস্তাবে রাজি করাতে না পেরে বখাটে যুবক তার মেয়েকে (তরুনীকে) রাতের আধাঁরে এলোপাথারী মারধর করে। পরবর্তীতে ওই তরুনী বরিশাল কোতয়ালী মডেল থানায় চলতি বছরের ১২ই জানুয়ারী লম্পট মারুফ মুন্সি সহ আরো অজ্ঞাত ২জনের বিরুদ্বে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে ওই তরুনী উল্লেখ করেন, মারুফ তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে খারাপ অঙ্গভঙ্গি করে থাকেন। সে আমাকে অনেক টাকার অফার দেয়। আমি তার কথায় রাজি না হলে গত জানুয়ারী মাসের ৯তারিখ সন্ধায় আমার চাকরীর সুবাদে ক্লিনিকে রওয়ানা দিলে নাজিরের পোল এর রাস্তার পূর্ব পাশে বসে আমাকে মারধর করেন এবং আমার ব্যাবহ্রত মোবাইল ফোনটি নিয়ে যায়। এ দিকে ওই তরুনীর মা গনমাধ্যম কর্মীদের নিকট অভিযোগ করে বলেন, আমি একটি অনলাইন কম্পানিতে পিওন পদে চাকরি করি। মারুফ নিজেকে বাংলাদেশ ব্যাংকের গোডাউন শাখার পিওন পরিচয় দিয়ে থাকেন। মারুফ প্রায় সময় তার সাথে আরো ২জন অপরিচিত লোক নিয়ে এসে আমাকে চাকরী দেবার কথা বলে।

প্রায় সময় মারুফ আমাকে অনৈতিক প্রস্তাব দিলেও আমি তাতে রাজি না হওয়ায় আমার মেয়েকেও ভালো বেতনে অবৈধ্য ব্যাবসার প্রস্তাব দেয়। আমি এই প্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়ের উপর হামলা করেন লম্পট মারুফ। আমি এর বিচার চেয়ে থানায় একটি অভিযোগ দিলে মারুফ তার পরিচিত বিভিন্ন প্রভাশালী ব্যাক্তিদের মাধ্যমে ২লক্ষ টাকার অফারে সমজতায় আসার প্রস্তাব এবং পরবর্তীতে ভয়ভীতি দেখান মারুফ। বিষয়টি নিয়ে কোতয়ালী মডেল থানার এএসআই মো: ফরিদ উদ্দিন বলেন, আমারা ভুক্তভুগীর পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করতেছি, তদন্ত চলমান রয়েছি। ভুক্তভুগী তরুনী ও তরুনীর মা’য়ের দাবী- অতি দ্রুত যেন লম্পট মারুফের বিষয়টি যেন প্রশাসনের উদ্বতর্ন কর্মকর্তা খতিয়ে দেখে যথাযথ ব্যাবস্থা গ্রহন করেন। বরিশাল সিটি মেয়র, পুলিশ কমিশনার, ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগী তরুনী ও তরুনীর মা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD