রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি:রোটারী ক্লাব অব কুয়াকাটা বীচ’র উদ্যোগে কুয়াকাটায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কুয়াকাটার আবাসিক হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনালের হলরুমে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে সহযোগীতা করে পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পটুয়াখালীর সহকারী পরিচালক ও বিএনএসবি চক্ষু হাসপাতাল পটুয়াখালীর পরিচালক ডা. মো. আনোয়ারুল হাফিজ, রোটারী ক্লাব অব কুয়াকাটা বীচ’র সভাপতি রোটাঃ সেলিনা সুরভী, সেক্রেটারী রোটাঃ হাবীবুর রহমান সুমন, এসিসট্যান্ট গভঃ রোটাঃ এম.এ মোতালেব শরীফ, পাস্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রোটাঃ শেখ মোঘলজান, রোটাঃ ডাক্তার ইসমাইল ইমনপ্রমুখ ।
বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ রোটারিয়ান ডাঃ আনোয়ারুল হাফিজের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা সকাল ৯.০০টা থেকে দুপুর২.০০টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন।
জানা গেছে, একদিনব্যাপী এ চক্ষু শিবিরে ২০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান এবং ২০ জন রোগীকে ছানি অস্ত্রপচারের জন্য বাছাই করা হয়।