শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
মাসুদ রানা ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন। নদীতে জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসে বে ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে ক্রমে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও)এর নেতৃত্বে ( ১মার্চ ) সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বকশি মজিবনগর সহ তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২টি কেরিন ট্রলারসহ ৭ মন জাটকা ইলিশ মাছসহ ১o ড্রাম বিভিন্ন প্রজাতির মাছ আটক করেছেন।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে আটককৃত ৭ মন জাটকা ইলিশ ও ১o ড্রাম বিভিন্ন প্রজাতির মাছ চর কচ্ছপিয়া কোষ্ট গার্ডের অফিসের সামনে১২ টি এতিম খানা,মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন। এ সময় বড় ইলিশ সহ বিভিন্ন প্রজাতির ৪৯.৩০০(ঊনচল্লিশ হাজার তিনশো) টাকার মাছ নিলামে বিক্রি করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি হিসেবে আলহাজ্ব মো.আব্বাছ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন। এবং ট্রলার ২টি মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এ তথ্য নিশ্চিত করেছেন।