শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য সেবা প্রদানের জন্য জেলা প্রশাসক ও জেলা স্কাউট কমিটির সভাপতি মোঃ মতিউল ইসলাম চৌধুরীকে বাংলাদেশ স্কাউটস কর্তৃক সভাপতি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সোমবার বাংলাদেশ স্কাউট, পটুয়াখালী জেলার নির্বাহী কমিটির সভায় জেলা প্রশাসকের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন বাংলাদেশ স্কাউট, পটুয়াখালী জেলার সম্পাদক মােঃ শাহজালাল।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজ এবং আলিয়া সাঈদ যথাক্রমে “মেডেল অব মেরিট” ও “রৌপ্য ব্যাঘ্র” পদক লাভ করেন।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী অঞ্চলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।