বুধবার, ২১ মে ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে একটি ভাটায় সহকর্মীর ছুড়ে মারা ইট মাথায় পড়ে রিয়াজ শরীফ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ শরীফ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মোজাম্মেল শরীফের ছেলে। তিনি শ্বশুর বাড়ি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া এলাকায় বসবাস করে বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে শ্রমিকের কাজ করতেন। রিয়াজ শরীফ দুই সন্তানের জনক ছিলেন। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে রিয়াজ শরীফ ইট মাথায় নিয়ে ইঞ্জিন চালিত ট্রলিতে তুলছিলেন।
এ সময় ভাটার ওপর থেকে এক শ্রমিক ইট ছুড়ে দিলে রিয়াজ শরীফের মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হলে তাকে তার বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর রিয়াজ শরীফের বমি শুরু হলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিয়াজ শরীফকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার ওসি অসিম কুমার সিকদার জানান, খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে রিয়াজ শরীফের মাথায় কোন আঘাতের চিহ্ন দেখতে পাননি। এরপরও রিয়াজ শরীফের মৃত্যুর কারন খতিয়ে দেখা হচ্ছে। মর্গে ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।