শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় ১২ দিন ব্যাপী ল্যাংগুয়েজ টিচিং ট্রেনিং কোর্স পরিদর্শনে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট (নায়েম) পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) প্রফেসর ড.মো. লোকমান হোসেন। বৃহস্পতিবার দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এ্যন্ড হায়ার এডুকেশন ডিভিশন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা (ইএলটি) এর অগ্রগতি পর্যবেক্ষণ করতে এবং প্রশিক্ষনার্থীদের খোঁজ খবর নিতে উপস্থিত হন তিনি।
এ সময় তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের সাথে প্রশিক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রশিক্ষনার্থী শিক্ষকদের আইকিউ টেস্ট করে তাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
উল্লেখ্য গত ২৪ জানুয়ারী থেকে শুরু হওয়া ১২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নায়েম এর ডেপুটি ডিরেক্টর এবং কোর্স ডিরেক্টর ড.মো.আরিজুল ইসলাম খাঁন। কলাপাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা থেকে ৩০ জন ইংরেজি শিক্ষক প্রশিক্ষনে অংশ নেন।
প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে উপজেলা পর্যায়ে এমন একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করায় আগত অতিথিসহ নায়েম কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।