শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: যশোরের বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ ইয়ানুর রহমান (৩৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে বিজিবি সদস্যরা। তিনি শিবনাথপুর বারোপোতা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
বুধবার সকালে শিবনাথপুর বারোপোতা গ্রামের একটি পুকুর পাড়ে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে ইয়ানুরকে আটক করে বিজিবি।
বিজিবি জানায়, বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের একটি পুকুর পাড়ে ইয়াবা বিক্রেতারা ইয়াবা বেচাকেনা করছে। এমন গোপন খবরে অগ্রভূলোট বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার হারুন অর রশিদ ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় ইয়ানুর নামের এক ইয়াবা বিক্রেতাকে ৬০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।