শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির শুভ উদ্ভোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মুজিব শতবর্ষে “থাকবেনা কেউ গৃহহীন ” অঙ্গীকারকে উপজীব্য করে বৃহস্পতিবার বিকাল চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে উপজেলা প্রশাসনের আয়োজনে কলাপাড়ায় কর্মরত প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক বলেন, ২০২০ সালের ৭ই মার্চ প্রধানমন্ত্রীর ঘোষণা মতে ভিশন ২০২১ বাস্তবায়নে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২৩ জানুয়ারী সকাল ১০.৩০ ঘটিকায় ৬৪ জেলার সকল উপজেলা মিলনায়তন প্রান্ত বিটিভির মাধ্যমে গণভবন থেকে সরাসরি সম্পৃক্ত থেকে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্ভোধন করবেন। তিনি আরও বলেন, কলাপাড়া উপজেলায় বিনামূল্যে প্রদানকৃত ০২ শতাংশ জমির উপর নির্মিত ৪৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হবে যার মোট ব্যায় ৭,৬৯,৫০,০০০ টাকা যার মধ্যে ২৩৫টি ঘর ঐদিন উদ্ভোধন করা হবে এবং ৫০টি ঘরের কবুলিয়ত ও সনদ হস্তান্তর করা যাবে। তিনি ঘর প্রদানের উদ্দ্যোগের সাথে কলাপাড়া উপজেলাকে সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে কলাপাড়া বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সাথে ১১৪ সংসদ সদস্য মহিব্বুর রহমান এমপি উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।