শুক্রবার, ১৬ মে ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নিরাপদ খাদ্য অর্জনের লক্ষে ‘ক্যারাভান রোড শো’ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী (মঙ্গলবার) বেলা ১১টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ রোড শো অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়াম্যান এসএম রাকিবুল আহসান। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রয়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল আহম্মেদ ও ক্যারাভান রোড শোর সমন্বয়ক আবু জাফর। এ সময় বক্তারা নিরাপদ খাদ্য অর্জনে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
উল্লেখ্য জনেসচেতনা সৃষ্টির লক্ষে উপজেলার প্রতিটি বাজারে বাজারে ঘুরে প্রজেক্টরের মাধ্যমে নিরপাদ খ্যাদ্য অর্জন বিষয়ক নাটক ও গান প্রদর্শন করা হয়। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের ৫৬ টি উপজেলায় তারা ক্যারভান রোড শো কার্যক্রম পরিচালিত করবে বলে কতৃপক্ষ জানান।