শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত অবস্থায় মারা যাওয়া কাপাসিয়ার আনসার সদস্য সাহাব উদ্দীনের পরিবারকে কর্তৃপক্ষ এক লাখ টাকা সহায়তা দিয়েছে।
মঙ্গলবার তার পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ফিরোজ খান। পরে সাহাব উদ্দিনের পরিবারের সদস্যদের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিমাসে ভাতা প্রদান এবং বাহিনীর পক্ষ থেকে আরো পাঁচ লাখ টাকা প্রদানের আশ্বাস দেন।
৩০ ডিসেম্বর নরসিংদী জেলার সদর উপজেলার সাগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৫ নম্বর কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় সাহাব উদ্দীন হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান।