বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বস্তা খুলতেই ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি কচ্ছপ’ বরিশালে ছাত্রদলের মিষ্টি বিতরণ, আনন্দ র‌্যালি শেখ হাসিনার মৃত্যুদণ্ডে খুশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত তিন পরিবার কলাপাড়ায় গৃহবধুকে জ/বাই করে হ/ত্যা বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করেছে শিক্ষকরা বরিশালে ৩১ দফা দাবিতে ও ধানের শীষের প্রচারণায় আবু নাসের রহমাতুল্লাহ কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী লিমিটেড’র ২১ তম বার্ষিক সাধারণ সভা বরিশালে অপসো স্যালাইন চাকুরীচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃক ভূমিহীন ১৩৬ পরিবারের পুনর্বাসন এবং ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আশ্রয়ন প্রকল্পের ২ শতাংশের পরিবর্তে জালিয়াতির মাধ্যমে ২ একর জমির দলিল,  আটক-১ গলাচিপায় মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন উপকূল দিবসের দাবীতে৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
পটুয়াখালীর মির্জাগঞ্জে মেম্বার প্রার্থী ভোট চাইতে গিয়ে ধর্ষনের শ্বিকার, আটক ৩ জন!

পটুয়াখালীর মির্জাগঞ্জে মেম্বার প্রার্থী ভোট চাইতে গিয়ে ধর্ষনের শ্বিকার, আটক ৩ জন!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতি‌নি‌ধিঃ পটুয়াখালী জেলার মির্জাগ‌ঞ্জে উপজেলায়  সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী তিন সন্তা‌নের জননী‌কে ধর্ষন করার অ‌ভি‌যো‌গে জ‌লিল,রাজা ও স‌জিব শিকদার না‌মের তিনজন‌কে গ্রেপ্তার করে‌ছে থানা পু‌লিশ।

নির্যা‌তিতা ম‌হিলা মেম্বার প্রার্থী উপ‌জেলার শ্রীনগর এলাকার বা‌সিন্দা। তি‌নি আগামী নির্বাচ‌নে সংরক্ষিত ম‌হিলা আসনে মেম্বার  প‌দে প্রতিদ্ব‌ন্দিতা করার ল‌ক্ষে প্রচার প্রচারনা চালা‌চ্ছি‌লেন। তার প‌রিবা‌রের অ‌ভি‌যোগ, বর্তমান ম‌হিলা মেম্বার বুলবু‌লি বেগম তার ভাই‌ জ‌লিলকে দি‌য়ে এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে বলে জানান। অ‌নেক দিন আগ থে‌কেই ভিক‌টিম‌কে নির্বাচন না করার জন‌্য বার বার হুমকী দামকী দি‌য়ে আস‌ছি‌লেন জ‌লিল।

মামলার বরাদ দি‌য়ে মির্জাগঞ্জ থানার ও‌সি শওকত আ‌নোয়ার জানান, শ্রীনগর গ্রা‌মের হো‌সেন ফ‌কি‌রের ছে‌লে চুন্নু ফ‌কি‌রের ঘ‌রে ম‌হিলা‌দের কা‌ছে দোয়া চে‌য়ে শ‌নিবার রাত ৯টার দি‌কে বাড়ি ফির‌ছি‌লেন ভিক‌টিম। এসময় আ‌গে থে‌কে ওৎ পে‌তে থাকা জ‌লিল, স‌জিব ও রাজাসহ অন‌্যারা মি‌লে ভিক‌টিমকে ধ‌রে মুখ চে‌পে রাস্তার পা‌শে ধান‌ক্ষে‌তে নি‌য়ে যায়। সেখা‌নে জ‌লিল তাকে ধর্ষন ক‌রলে সে অজ্ঞান হ‌য়ে প‌ড়ে থা‌কলে তা‌কে মৃত ভে‌বে সবাই চ‌লে যায়। প‌রে রাত ১১টার দি‌কে ভিক‌টি‌মের জ্ঞান ফির‌লে তার ডাক‌চিৎকা‌রে আ‌শেপা‌শের লোকজন ছু‌টে এ‌সে তা‌কে উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসে। প‌রে থানায় ‌লি‌খিত অ‌ভি‌যোগ দি‌লে রাত ৩টার দি‌কে আসামী‌দের বাড়ী থে‌কে ওই তিনজন‌কে গ্রেপ্তার করা হয়। ঘটনা শু‌নে পটুয়াখালীর পু‌লিশ সুপার তাৎক্ষ‌নিকভা‌বে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মাহফুজ রহমান‌কে ঘটনাস্থ‌লে পাঠান।

এবিষয়ে মির্জাগ‌ঞ্জ থানায় উপ‌স্থিত অতি‌রিক্ত পু‌লিশ সুপার মাহফুজ রহমান জানান, মামলা রুজু হ‌য়ে‌ছে আসামী‌দের আদাল‌তে পাঠা‌নোর ব‌্যবস্থা করা হ‌চ্ছে। আর ভিক‌টিম‌কে ডাক্তারী পরীক্ষা সম্প‌ন্নের জন‌্য পটুয়াখালীর ২৫০শয‌্যা‌বি‌শিষ্ট হাসপাতা‌লে পাঠা‌নোর ব‌্যবস্থা করা হ‌চ্ছে। তি‌নি ব‌লেন ডাক্তারী পরীক্ষার রি‌পোর্ট আস‌লে পরব‌র্তি আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে বলে জানান  তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD