শনিবার, ১৭ মে ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার বেলা বারোটায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল আহমেদ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এসময় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সিএসপিবি প্রকল্পের আওতায় ইউনিসেফ এর অর্থায়নে এতিম, প্রতিবন্ধী ও দু:স্থ শিশুদের মাঝে ফ্যামিলি কিট বিতরণ করা হয়।