বুধবার, ০২ Jul ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি।মহামারী করোনা ভাইরাসের কারনে বই উৎসব না হলেও পটুয়াখালীর কলাপাড়ায় বছরের প্রথম দিনই বই বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বই তুলে দেয়া হয়েছে। এ দিন প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিটি শ্রেনী কক্ষে আলাদা করে বই বিতরন করা হয়।
বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে স্বস্তি ফিরেছে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে সেই সাথে মহমারী করোনার প্রাদুর্ভাব কমলে আবার স্কুলে ফিরবে শিক্ষার্থীরা এই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৭৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৭ টি কিন্ডারগার্ডেন, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৭ টি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বই পৌছে দেয়া হবে।
নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুইটি বলেন, কতোদি স্কুলে আসতে পারিনি বাড়িতে দম বন্ধ হয়ে আসছিল, আজ নুতন বই হাতে পেয়ে খুবই খুশি হচ্ছে।
বই হাতে পেয়ে চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী মুনিয়া বলে, নতুন বই হাতে পেয়েছি। আজই পুরান ক্যালেন্ডারে পাতা দিয়ে মলাট দিবো। ৭২ নং দক্ষিণ চালিতাবুনিয়া সঃপ্রাঃবিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নাবিল আহমেদ বলেন, বই পেয়ে খুবই আনন্দ হচ্ছে বাড়িতে গিয়ে কবিতা ও গল্প দেখব। একই সাাথে বিভিন্ন মতাামত ব্যাক্ত করেন মুনতাকিন বিল্লাহ, ঐশি, রুদ্রসহ আরো অনেকে।
নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইউব আলী বলেন, শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ে প্রানসঞ্চার হয়েছে।
পৌর শহরের কলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাখিব খান কনা বলেন, বছরের প্রথম দিনই বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়েছে।
কলাপাড়া প্রথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, উপজেলার সবকটি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়েছে। ৩৫ হাজার ৪ শ’ ৮২ জন শিক্ষার্থীর মাঝে বছরের প্রথম দিন ৯৩ শতাংশ বই বিতরন করা হয়েছে। বাকী শিক্ষার্থীরা আগামী কাল শনিবার বই হাতে পাবে বলে তিনি জানিয়েছেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান বলেন, বর্তমান সরকারের ভিশন অনুযায়ী উপজেলার সকল শিক্ষার্থীরা সময়মত নুতন বই হাতে পাবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, আজ শুরু করেছি পর্যায়ক্রমে সকল শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।