শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান(মহিব) এমপি। বৃহস্পতিবার দুপুরে পাঁচজুনিয়া(পিএনডি) মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৪০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন অধ্যক্ষ মহিব্বুর রহমান। ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন মৃধার সঞ্চালনায় এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা পারভেজ টিনু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা আহবায়ক মহিলা আওয়ামী লীগ, কলাপাড়া উপজেলা শাখা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.নাসির উদ্দিন, সাবেক অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.শহিদুল ইসলাম বিশ্বাস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনসাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে ধানখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল দাবি পুরন করার প্রত্যয় ব্যক্ত করেন।