শুক্রবার, ১১ Jul ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ(কালব) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকির ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার রাতে কুয়াকাটা গ্রেভার ইন হোটেলের অডিটোরিয়ামে কলাপাড়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি সদস্যদের আয়োজনে কেক কাটা এবং মতবিনিময় সভার মাধ্যমে জন্মদিন অনুষ্ঠান উদযাপন করা হয়।
কলাপাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের প্রভাষক মো.নকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালব কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মি.জোনাস সাকি, খ্রিস্টান ধর্মীয় যাজক কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, ট্রেজারার আবদুল মান্নান লোটাস, জয়নাল আবেদীন, সম্পাদক মি.আলফ্রেড রায়, সহ-সভাপতি ফাহমিদা সুলতানা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া জনতা সমবায় সমিতির সভাপতি সোহরাব হোসেন, কলাপাড়া শিক্ষক সমিতির ডিরেক্টর মো. মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি মো.নুরুল হক সহ সমিতির কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য একই দিন কেন্দ্রীয় সম্পাদক আলফ্রেড রায়’র সহধর্মিণী রুমা রায়ের জন্মদিন থাকায় একই সাথে উৎসব পালন করা হয়।
এ জনপদের গর্ব খ্রিস্টান ধর্মীয় যাজক কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেন, মি.জোনাস ঢাকীকে আমি বহুদিন ধরে চিনি তার জন্মদিনে তার প্রতি আশির্বাদ এবং শুভকামনা সবসময় থাকবে।