শুক্রবার, ১১ Jul ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি সদস্যদের সাথে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ(কালব) কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নুতনবাজার শিক্ষক সমিতির অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের প্রভাষক মো.নকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালব কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মি.জোনাস সাকি। সমিতির কোষাধ্যক্ষ আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিরেক্টর মো. মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি মো.নুরুল হক, কেন্দ্রীয় কমিটির ট্রেজারার আবদুল মান্নান লোটাস, জয়নাল আবেদীন, সম্পাদক মি.আলফ্রেড রায়, সহ-সভাপতি ফাহমিদা সুলতানা প্রমুখ।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সমিতির বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করলে প্রধান অতিথি তাদের ন্যায়সংগত দাবিগুলো পুরন করার আশ্বাস ব্যাক্ত করেন।