শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণের হাতে ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার ছিল : নুর ইফতার মাহফিলের বরিশালে সড়কের মধ্যে নির্মিত গেট উচ্ছেদের দাবীতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে বৃদ্ধ প্রেমিককে হত্যা, প্রেমিকা ও তার স্বামী আটক মীরগঞ্জ ফেরিঘাটের ইজারা পেলেন তালুকদার এন্টারপ্রাইজ, জনমনে স্বস্তি গলাচিপা শিক্ষা কল্যাণ ট্রাস্টের অধীনে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান কলাপাড়ায় মুক্তিযোদ্ধা সহ চার সংখ্যালঘু পরিবারের জমি দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন কলাপাড়ায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ক কৃষক মাঠ দিবস বরিশালে ঝোপের মধ্যে কাঁদছিলো নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি বরিশালে আন্দোলন-সংগ্রামে কারাবরনকারী নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের উপহার ইফতার সামগ্রী বিতরন গলাচিপা নাগরিক কমিটি সভাপতি সোহরাব, সম্পাদক শংকর বরিশালে নানা আয়োজনে মহান স্বাধিনতা ও জাতীয় দিবস উদযাপিত স্বাধীনতা দিবসে সাধারনের প্রদর্শনের জন্য উম্মুক্ত কোস্টগার্ড জাহাজ বিসিজিএ বগুড়া বাধীনতা ও জাতীয় দিবসে মির্জাগঞ্জে পল্লীসঞ্চয় ব্যাংকে উত্তোলন হয়নি জাতীয় পতাকা বরিশালে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব
পদ বানিজ্যের প্রতিবাদে ভোলা জেলা ছাএদল সভাপতি লাঞ্ছিত || শীতের রাতে পুকুরে

পদ বানিজ্যের প্রতিবাদে ভোলা জেলা ছাএদল সভাপতি লাঞ্ছিত || শীতের রাতে পুকুরে

Sharing is caring!

নিজস্ব প্রতিনিধি || ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নুরে আলম এবং সাধারণ সম্পাদক আল-আমিন এর পদ বানিজ্যের কারনে ভোলা জেলার ১৯টি ইউনিটের তৃণমূলের ত্যাগী কর্মীরা দীর্ঘদিন হামলা মামলায় নির্যাতিত হওয়ার পরেও তারা কমিটিতে স্থান পায়নি বলে অভিযোগ উঠেছে জেলা ছাএদল সভাপতি নুরে আলমের বিরুদ্ধে। এর আগে ১৬ টি ইউনিট এবং গতকালের ৩টি নতুন কমিটি সহ মোট ১৯ টি ইউনিটের কমিটি অনুমোদন ঘোষনা করেন বর্তমান ভোলা জেলা ছাএদলের সভাপতি ও সম্পাদক। গতকাল শুক্রবার (১৮ই ডিসেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলা শাখা, ভোলা পৌর শাখা ও ভোলা সরকারী কলেজ শাখা ছাএদলের কমিটি ঘোষনা করা হয়। পূর্বের মত এসব কমিটিতেও একই আংগিকে অর্থ বাণিজ্য ও এবার নিজের এলাকার প্রার্থীকে বেছে নিয়ে কমিটি ঘোষনা দেন জেলা ছাএদল সভাপতি। এর সূএ ধরে সদ্য ঘোষিত হওয়া ভোলা জেলা সদরের তিনটি কমিটির পদ প্রত্যাশীরা, যারা দীর্ঘকাল শত হামলা মামলায় নির্যাতিত। তারা সকল স্তরের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে ঐক্যবদ্ধভাবে ভোলা জেলা ছাএদল সভাপতি নুরে আলম কে বেধরক মারধর করে। মাধরের এক পর্যায়ে দিশেহারা হয়ে নুরে আলম রাসতার পাশের পুকুরে লাফ দিয়ে নিজেকে বাচাতে চেস্টা করে। পরে লোকজন এসে নেতাকর্মীদের কিছুটা শান্ত করে আলমকে উদ্দার করে। শুক্রবার রাত আনুমানিক ১০ টায় এ ঘটনা ঘটে বলে জানা যায় স্থানীয় সূএে। নাম প্রকাশে অনিচ্ছুক ভোলা সদর থানা শাখা, পৌর শাখা ও কলেজ শাখা ছাত্রদলের একাধিক পদ প্রত্যাশী ছাএদল কর্মীরা বলেন, জেলা ছাএদল সভাপতির অনেক অনিয়ম সহ্য করেছে নেতাকর্মীরা। ধৈর্যের সীমা লংগন করায় আজকে রাতে ভোলা সদরের সকল ত্যাগী ছাত্রনেতারা জেলা ছাএদল সভাপতি নুর আলমকে আটকে রেখে প্রায় ৩০ মিনিটের মতো মারতে থাকে পরে সে মাইরের যন্ত্রণায় ছটফট করতে করতে দৌড়ে গিয়ে পুকুরে পরেন। বিক্ষুব্ধ কর্মীরা পরে বাশ দিয়ে পুকুরে ফেলে মারতে থাকে এক পর্যায়ে লোক জন এসে তাকে গুরুতর অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন। এ বিষয়ে জানতে ভোলা জেলা ছাএদল সভাপতি নুরে আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন বন্দ পাওয়া যায় এবং ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর কে একাধিকবার মুঠোফোনে কল করলেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারন সম্পাদক ইতিমধ্যে ভোলা জেলায় ১৬টি কমিটি ঘোষনা করার পেছনে অর্থের ভাগ বাটোয়ারা করেছে বলেও জোরদার অভিযোগ উঠেছে পূর্বে। ওই সময় ভোলা জেলা ছাত্রদলের বিরুদ্ধে এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষাদগার ও সংবাদ সম্মেলন করেছে পদ বঞ্চিত ছাত্রদলের ত্যাগী নেতৃবৃন্দরা। । এমনকি অর্থের বিনিময়ে কমিটি ‘মানবো না’ এমন ব্যানারে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলার দৌলতখান, চরফ্যাশন ও মনপুরা উপজেলা ও কলেজ ছাএদলের কমিটিগুলো সহ প্রায় সবগুলো ঘোষিত কমিটি নিয়ে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি ও শীর্ষ নেতা মোঃ নুরে আলমের সাথে রফাদফা হয়েছে বলে অভিযোগ ওঠেছে এবং ওই সময় এসব অভিযোগের ভিওিতে ছাএদলের বরিশাল বিভাগীয় টিম লিডার মোঃ জাকির কে বহিষ্কার করা হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2017
Design By MrHostBD