শুক্রবার, ১১ Jul ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
পৃথিবীর মানচিত্রে ছোর্ট একটি দেশ বাংলাদেশ ২০ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জীত স্বাধীন বাংলাদেশ। আজ এই দিনে পটুয়াখালীতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে প্রথম পতাকা উত্তোলনকারী যুদ্ধকালীন সময়ের মুক্তিযোদ্ধা গ্রুপের দায়িত্বরত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার আর আমাদের মাঝে নেই। চলে গেলেন না ফেরার দেশে।
গতকাল ১৫ ডিসেম্বর রোজসোমবার আনুমানিক রাত ৯.৪৫ মিনিটের সময় মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী তার নিজ বসতঘড় বাড়িতে বার্ধক্যজনিত কারনে অসুস্থ থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) করে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
সম্প্রতি আরও ২ বার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ (স্ট্রোক) করেছিলেন বলে পারিবারিক সূএে জানা যায়।
এছাড়াও মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি উপজেলার দেউলী-সুবিদখলী ইউনিয়নের দেউলী গ্রামের মৃত হাজী আব্দুল কাদের মৃধা ছেলে। তিনি মৃত্যুর সময় – স্ত্রী, ২ ছেলে, ৬ মেয়েসহ অনেক গুনাগ্রহী রেখে গেছেন।
অদ্য বুধবার (১৬ ডিসেম্বর) বাদ যোহর তাকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে পারিবারিক সূএে জানাযায়।